প্রথম প্রেম ও অন্যান্য ।। সজল বাগ




আমার কবিতা



আমি কবিতা লিখতে পারি,
আমার কবিতায় দীর্ণ করতে পারি
বর্তমান মূল‍্যবোধহীন মানব-সভ্যতার
অন্তঃসারশূণ‍্য বক্ষ,
আমার কলমের আঁচড়ে নগ্ন করতে পারি
সমাজের যত পঙ্কিল কলুষতা,
প্রেমহীন যত দ্বীপ-পরিবারের
সীমাহীন জটিলতা,
ক্ষুধার্ত হায়নার লোলুপতা নিয়ে মুখোশপরা ভালোবাসা।
দায়-দায়িত্ব থেকে শতহস্ত নিরাপদ দূরত্বে থেকে
আত্মশ্লাঘা প্রতিষ্ঠায় নিয়োজিত যুবকদের
কষাঘাত ও করতে পারি আমি।
আমি লিখতে পারি, কিন্তু তুমি পড়বে তো
আমার কবিতা ?
জারিত হবে তো আমার ভাবনায় ?
উদ্বুদ্ধ করবে কি আর ও পাঁচজনে
সেই ভাবনায় সামিল হতে ?
নাহলে আমার লিখে কি লাভ !
তার থেকে বরং চেষ্টা করি
রামমোহন - বিদ‍্যাসাগরের প্রদর্শিত পথের পথিক হতে,
আমার সমস্ত শক্তিটুকু একত্রিত করে
প্রাণপনে চেষ্টা করি সমাজের জঞ্জাল সরানোর -
বাস্তবের রুক্ষ ভূমিতে, শুধু কাগজের পাতায় নয়,
সেখানে সামান্যতম সফলতাই আমাকে দেবে
অনির্বচনীয় আনন্দ - সীমাহীন প্রশান্তি ।।


প্রথম প্রেম



জানি তোমাকে পাব না কভু আর শিশিরভেজা প্রাতে,
কিংবা কভু ধরব না ও হাত মায়াবী জ‍্যোৎস্নারাতে,
তবুও তোমার অস্তিত্বটা কেন আজও এতটা প্রকট
হৃৎপিণ্ড থেকে শোণিতধারারা যেন তোমাকেই বয়ে আনে।
মনকে বোঝাই, ওরে থাম, আর কেন?যুগ পেরিয়ে গেছে,
মুছে ফেল যত জলের আলপনা, বৃথা হবে তোর বওয়া,
মন বলে, তবে লিখেছিলে কেন, এমন কালি দিয়ে?
যা মুছবে কেবল সেদিনই, যখন শ্মশানচিতায় গিয়ে।
কি আর করা? মনের সাথে তো ঝগড়া করাও দায়,
তার হুকুমেই ওঠ-বস করা, একান্ত নিরুপায়,
শেষে ভাবি যাক,সময় একদিন সবই ভুলিয়ে দেবে,
জানিনা সেদিনটা আগে আসবে, না জীবনের শেষদিন।।

No comments:

Post a Comment