স্থিতি || রতন সেনগুপ্ত



স্থিতি 



তরঙ্গ কোথায় সবই তল্পিতল্পা
বিনীত নিবেদন
যতেক উৎসব মাতে আপাদমস্তক
রাত ভাঙে নিজ লজ্জায়
বিগলিত বুদবুদ, প্রনাম নেবেন
হাভাতের আদিখ্যেতা বেশি
দেখবেন একটু, দেখবেন
দেখে দেখে গা সওয়া মাগগিগন্ডা
চমকে দেবার মত কিছু দেবার হলে দিন
বড় নিস্তরঙ্গ, নেশাতে কতটা আর উত্তেজনা বাড়ে
পন্থা আর পথে অজস্র পাকদণ্ডী
ফুসফুস ছোট হয়ে আসে
অক্সিজেন কোথায় নেবার
সব ব্যবসার খাতির
আমরা চালিয়ে নি, আপনিও চালিয়ে দেন
নৈব্যক্তিক দিনপাত
ভাল আছি আপনি ভাল থাকুন
নিস্তরঙ্গ জলে প্রলয় নেই মদির সঙ্গোপন
এই তো সময়কাল
পানসি ভাসান, ছল ছল জল জল......

No comments:

Post a Comment