তুমি চলে এসো ।। মো: জাকির হোসেন শেখ




তুমি চলে এসো



যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কোন এক গাঙ্গচিল উড়ে যাওয়া সন্ধায়,
আমি আছি ডুবে যাওয়া সূযের ফিরে আসার অপেক্ষায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কদম ফুল নিয়ে কোন এক বৃষ্টি ভেজা সন্ধায়,
ওড়না দিয়ে মাথা মুছে দিব,
তোমার মাথা রাখতে বুক পেতে দিব,
কপালে চুমু দিব, ভিজবে তুমি ভালবাসার মধুর সন্ধায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কোন এক কুয়াশার চাদর ডাকা সন্ধায়,
তুলশী পাতার চা দিব,
পুষির মত তোমার গায়েব উষ্ণতা নিব,
তুমি চলে এস ভালবাসার মধুর সন্ধায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কাশফুল নিয়ে কোন এক শরত সন্ধায়,
তোমার বুকে মাথা রেখে দেখব মেঘ আর শশীর লুকোচুরি খেলা।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
তুমি আমি সবুজ ধানের হিল্লোলে মিশে যাব সাঁঝের বেলায়,
তোমায় নিয়ে হারাব জোনাকিদের মেলায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
মাটির সানকীতে পান্তা দেব,
সাথে দেব ইলিশ মাছের ঝুল,
মন থেকে অভিমান ঝেড়ে ফেল,
ভুলগুলো হোক ভালবাসার ফুল।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,

No comments:

Post a Comment