অনুভব ও অন্যান্য ।। আমির





তৃপ্তি


আজ জোসনা ধারার ঢল নেমেছে,
চোখের কোণে জল নেমেছে,
এ জল তোমায় পাওয়ার!
আজ আকাশ তারি দ্বার খুলেছে,
হৃদয় খেয়া পাল তুলেছে,
আর কিছু নেই চাওয়ার!
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী,
ওগো তোমায় পেয়ে পূর্ণ হল
আমার হৃদয় বাড়ী।
.
আহা ভালোবাসা বাহুবলী
জয় করে সব ক্ষত,
দুঃখ,ব্যথা,যাতন,বেদন
মূমুর্ষ আজ মৃত!
তুমি আমার আশার আলো
নিরাশা গো ছাড়ি,
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী।
.
দেহের খোজে দেহ ওগো
মন খোজে গো প্রেম,
তুমি আমার সকল পাওয়া
হেমের চেয়েও হেম।
তুমি আমার মায়াতিথী, ছায়াবিথী-
প্রণয় প্রলয়কারী।
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী।



অনুভব



কত মন দেখ পড়ে আছে আঁধারে,
কত প্রেম দেখ ডুবে গেছে পাথারে!
কত হাত দেখ হাত খোজে অকাতরে,
কত আঁখি দেখ ঝরে পড়ে অঝরে!
কত মন দেখ!
.
কত কথা কত হিয়া কয়ে যায়,
কথা ব্যথা মুখ বুজে সয়ে যায়,
কত দিনে আর,
কমে এই আঁধার,
অমানিশা বুক জুড়ে বয়ে যায়।
কত সুখ ব্যথা হয় সেতারে,
কত সুর বিরহ হয়ে বাজে গীটারে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে,
কত প্রেম দেখ ডুবে আছে পাথারে।
.
কত বেলা দেখ গোধূলিতে ডুবে চুপ,
কত আশা দেখ নিরাশারি পোড়া ধূঁপ,
কত জলে,
আঁখি পলে,
কত বুকে দেখ নিদারুন ব্যথা রুপ।
কত দিন কাটে অশান্ত প্রহরে,
কত রাত কাটে আঁধারেরি জোয়ারে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে-
কত প্রেম দেখ ডুবে আছে পাথারে।
.
কত ফুল দেখ ফোটে এ পথে,
কত ভুল দেখ জীবনেরি পরতে,
কত মেঘমালা,
কত উতালা,
ফুল ফোটা এই চির শরতে।
কত চোখ দেখ ভেসে গেল নজরে,
কত ব্যথার কথা মানবেরি পাজরে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে!
কত প্রেম দেখ ডুবে গেছে পাথারে! 

No comments:

Post a Comment