স্বপ্নচারী





স্বপ্নচারী
~~~~~~~~~~~~~~~~

মম তৃষিত হৃদয় স্বপ্ন দেখে রোজ,
পেয়েছে এক নতুন পৃথিবীর খোঁজ,
যেথায় অম্বোধি আর অম্বর করছে আলিঙ্গন,
একে অপরের রুপে মগ্ন মুগ্ধ নয়নে সম্মোহন।
সেথায় বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজের সমারোহ,
নাই কোন হিংসা হানাহানি কিংবা রক্তাভ বিদ্রোহ।
ফসলের মাঠে কৃষকের মুগ্ধ চারণ,
শান্ত স্থির নীলাভ সবুজ বাতাবরণ।
মাঠ পেরিয়ে দূরে বিশাল এলাকা জুড়ে,
ছোট বড় অনেক টিলা আর পাহাড় আছে দাঁড়িয়ে।
নীল স্বচ্ছ ঝর্ণাধারা পাহাড়ের বুক চিরে নামছে গড়িয়ে।
পাহাড়ের কোল ঘেষে কৃষাণি,
বসতের ঘরখানি, উলু খড়ের ছাউনি,
দাওয়ায় ঘর্মার্ত কৃষক বসে কৃষাণির পাশে, মুগ্ধ দৃষ্টি ফসলের মাঠে,
পাশাপাশি কৃষক কৃষাণির স্বপ্নেরাও হাটে।
বন জুড়ে পাখ পাখালীর
নিত্য কলরব,
সন্ধ্যে হতেই হরেক প্রাণীর
নানা রকম রব,
তথায় এক ছোট্ট কুটিরে আমার বসবাস
পাখির আর ঝর্ণার সাথে গান,জীবন যেন এক উপন্যাস।
উঠোনে কচিকাঁচার দল করছে কোলাহল,
খিখিলিয়ে হাসছে যেন স্বর্গীয় শতদল।
জোনাকিরা ছড়ায় আলো পাখি শোনায় গান,
বনো ফুলের মৌ মৌ ঘ্রাণ
কেঁড়ে নেয় মম তৃষিত প্রাণ,
তথায় আমি মুগ্ধ হয়ে দিবা নিশি ঘুরি,
সকাল দুপর সাঁঝের আমি নিত্য স্বপ্নচারী।

No comments:

Post a Comment