রাখাল হলে





রাখাল হলে
~~~~~~~~~~~~~~~~~~

কাস্তে হাতে রাখাল ছেলে কোথায় চলে যাও
আঁজল ভরে শাপলা তুলো কোন গাঁয়েতে পাও!
আমি যদি রাখাল হতাম
সারা গ্রাম খুব বেড়াতাম
শিরিষ ফুলের মালা দিতাম গলে
বটের তলে লাঙল রেখে
চলে যেতাম পথটি বেঁকে
চুবড়ি মাথায় রাখাল যেমন চলে।
ঝিলের ধারে ঝুড়ি রেখে কাটবো গরুর ঘাস
ছোট্ট নায়ে শাপলা তুলে যাবে আমার পাশ,
আমি বলবো ভিড়াও তরী
বেড়াই তোমার নায়ে চড়ি
যাবো চলে আকাশ থামে যেথা।
দুই দোকানীর হাট পেড়িয়ে
শাপলা শালুক ফুল কুড়িয়ে
থামবো তবে ইচ্ছে যেথাসেথা।
নদীর ধারে পৌছব যখন দেখলে তবে ঢেউ
ওপাড় হতে পাড়ের তরে ডাকবে যদি কেউ,
যেওনা গো নদী পাড়ি
দেখছনা যে ছোট্ট তরী
উল্টে তরী যাবো জলতল
ক্ষ্যাপা নদীর শিকার হয়ে
রবো বুঝি মমি হয়ে
ফিরবোনা আর সাঁতরে নদীজল।

No comments:

Post a Comment