নষ্টের বালুচর || মোঃ আনোয়ারুল ইসলাম



নষ্টের বালুচর




নষ্টের বালুচরে কষ্টেরা বসত করে অসাম্যের বন্ধনে,
বন্দি সাম্যতার বোধ লোভের ক্রোধে কন্টক কাননে।

মানবিকতা দূরাচার হিংসার জয়জয়কার বোধ গেছে মরে,
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তৃপ্তির ডেকুর ছাড়ে।
মানবিকতা অবাক করা পাগলামি নির্বুদ্ধিতার কাতারে,
সুকোমল বৃত্তি গুলো কুঁড়িতেই শুকিয়ে মরে।
বুর্জুয়া পলিতে নষ্টের ক্ষেত্র দিনে দিনে উর্বর ফসলী,
সততা ও ন্যায়ের যাপন শাস্তি, নিশ্চিত মাশুলী।
আগামীর চোখগুলো দেখে
আর মনে মনে ভাবে,
এত দুঃসাহস আছে কার সততায় জীবন কাটবে?
নতুনেরা চোখবুঝে যোগদেয় গড্ডালিকার যুদ্ধে,
ভোগের বিলাসিতায় যোগের প্রতিযোগীতায় মাতে মদ্দে।
অবিরত গর্জনে ফুলে ফেঁপে উঠছে গড্ডালিকা প্রবাহ,
অনৈতিক বানে সবাইকে কাছে টানে তৈরি হচ্ছে নতুন আবহ।
এখানে সাম্য আর সততা হচ্ছে হত্যা অনৈতিকই যৌক্তিক,
ভোগের বিলাসে পরিতৃপ্তি আসে মৃত্যু ঘটে আত্মীক।
নষ্টের বালুচরে অনৈতিক আবাদের জৌলুষ বাড়ে,
কষ্টেরা হাত ধরে দিনে দিনে বাড়ে নষ্টের বালুচরে।

No comments:

Post a Comment