মিলন || হেমন্ত সরখেল


মিলন


অস্তাচলগামী সূর্য্য আমায় ডাক দিয়ে বলে যায়
আর ও একদিন হল সে গেছে লিখে নে স্মৃতির পাতায়
বৃদ্ধা সন্ধ্যা তিন মাথা নিয়ে ক্যানভাসে চড়ে বসে
গলতে গলতে মোমবাতিটাও - 'অভাগা'- বলে হাসে
ছোট্ট - 'ইচ্ছে' - শব্দটা কেন লিখেছিল অভিধানে
মরন সুযোগ পায় না বলেই জীবনের দাঁড়ি টানে
নইলে মৃত্যু আরো একবার বাঁচতে চাইত রোজ
'ইচ্ছে' দানবে খেয়েছে মজ্জা কে পাবে তার খোঁজ
তাও যদি আধা থেকে যেত ভুলে যাওয়ার আগে তার
অভিধানখানা লুকিয়ে মরন বাঁচতো আরেকবার
জীবন বসে ইচ্ছেনদীর বৈঠা নিয়ে হাতে
বাঁচবে মরন 'অপেক্ষমান' জীবনের সাক্ষাতে।

No comments:

Post a Comment