নজরুল





 নজরুল
~~~~~~~~~~~~

প্রিয় কবি বিদ্রোহী
কাজী নজরুল,
সাহিত্য গগণে ফুটায়েছিলে
অমৃত ফুল।
প্রেমময় কবি তুমি
কতরূপ মনে,
বহুরূপে গেঁথেছো মালা
সাহিত্য অঙ্গনে।
কাব্য কবিতা আর
ইসলামী গান,
শুনলে ভরে যায়
সকলের প্রাণ।
তোমার খ্যাতি আজ
বিশ্ব জুড়ে,
রেখেছে তোমায় চির
অমর করে।
সত্যের সৈনিক তুমি
লিখেছো অবিরাম,
ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে
করেছো সংগ্রাম।
তোমার প্রতিবাদী লেখা
ছিল অনাবিল,
বাতিলের বুকে যেন
বেঁধেছিল শিল।
উগ্রপন্থী আর বামপন্থী
পুড়ে রোষানলে,
দমাতে তোমায় আটকে
রাখে জেলে।
বন্ধী হয়েও কবি
ছাড়নি হাল,
জাগরনী মঞ্চে জ্বালিয়েছো
আলোর মার্শাল।
মানবতার কবি তুমি
বিল্পবী মন,
অন্যায়ের বিরুদ্ধে যিহাদ 
করেছো আজীবন।
তোমার কৃ্র্তীত্বের কোনদিন
হবেনা মরণ,
শ্রদ্ধ্যার সহিত তোমায়
করি স্বরণ।

No comments:

Post a Comment