মানুষ হওয়ার জন্য ও অন্যান্য





নিজেকে ভাসাও
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমরা আর আজকাল সংগ্রাম করি না
সংগ্রামের ভাব-ভঙ্গি করি
হাসি-কাঁদি , নাচি-কুঁদি , বাঁদর নাচ যেন
কোনটাই যথার্থ নয়
ঠিক যেন রোবট-মানুষ |
আজকাল আর কোন জ্ঞানীর পায়ের কাছে
শান্তির ছায়া খুঁজে পাই না
কেবল নৈঃশব্দ
কানে বাজে মৃত্যুর গুঞ্জন
যে দুর্ভোগ আমরা নিজেরাই সৃষ্টি করেছি একদিন
মৃত্যুঞ্জয়ী আলো থেকে অন্ধকারে এসে |
ভয়াবহ অভিজ্ঞতাগুলো
এখন আর তেমন রোমাঞ্চকর নয়
ফাঁপা এক মানুষের ভিতর
আমাদের আসল মানুষটা
ক্রমশই হারিয়ে যাচ্ছে যেন |
কবি লিখছেন যাদের জন্য
তারা এমনই নিরক্ষর , কেউ পড়তে পারে না
শিল্পি আঁকছেন যাদের জীবন ভাষ্য
তারা এতটাই অক্ষম
যে তার ভাষা বুঝতে শেখনি আজও
নাকি এই সব শিল্প-কলা
বোবা কালা অন্ধরাই বেশি করে বোঝে ?
তাই বুঝি আজকাল
শিল্পি কবির কোন সামাজিক দায় ভার নেই ?
এ এক আশ্চর্য সময়
কৃত্রিম মানুষে সব ভরে যাচ্ছে দেশ |
অন্তর্বতী চোরা স্রোতে
খড়-কুটো সামনের দিকে ধাবমান দ্রুত
এখন জরুরী খুবই নিজেকে প্রলুব্ধ করা
প্রতিকূল সময়ের স্রোতে |



অনুরাগ
~~~~~~~~~~~~~~~~~~~

তোমাকে দেখার পর
আর কোন দিকে তাকাতে পারি না কেন ?
সব যেন ঝাপসা মনে হয়
তাহলে কি এইবার অন্ধ হয়ে যাব ?
এই সব ভাবলেও , লাগে না তো ভয় |
একেই কি প্রেম বলে , বলে অনুরাগ ?
এই কথা শুনে পাখি , বলে ওঠে ভাগ |
পাখির কথা ভাবলে পরে
মনটা আমার কেমন করে
বুকে জমে অনেক রকম ব্যথা
ভেবে যে তার গভীর গোপন কথা |
পাখির অভাবে আমি কষ্ট পাই
নিজেকে নষ্ট করি
কাঁঠালি চাঁপার বনে
খুঁজে ফিরি রমণী গোলাপ
আই বাপ ,
তার সে অভাবে শুধু ভূমিকম্প নয়
খর রোদে আচমকা অন্ধকার হয় |
মাঝ রাতে
একা একা ঘরে ফেরে লম্পট মাতাল |
গ্রামে গ্রামে বন্যা আসে , ঘর ভাসে
অলি-গলি , শুঁডি পথে জল ঢোকে
ফসলের ক্ষেতে ভাঙে আল |
সমস্ত শহর ভাসে , ডুবে যায় জলে
প্রণয়ের সব স্বপ্ন
চাপা পড়ে , শোকের অতলে |



মানুষ হওয়ার জন্য
~~~~~~~~~~~~~~~~~~~

মানুষ শুধু মানুষ হওয়ার জন্য এত যুদ্ধ করে
মানুষ মানে আকাশ ছোঁয়া দুঃখ নাকি
বয়স বাড়লে স্বপ্নে বধির
সুখের কাছে সল্প সময় ধরা দিয়েই
আকাশ ছোঁয়ার মহত্ প্রয়াস |
মানুষ আজও মানুষ হতে পারল না যে |
মানুষ হওয়ার জন্য এত তাড়াহুড়ো ছুটোছুটি
কানামাছি ভোঁ ভোঁ |
স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল
যুদ্ধ আজও থামল না তো |
অন্ধ জগত অন্ধ করে সকলকে আজ
কানামাছি খেলছে দেখ কেমন সুখে ,
তবু মানুষ যুদ্ধ করে
মানুষ হওয়ার জন্য শুধু যুদ্ধ করে |

No comments:

Post a Comment