বৃক্ষভোজন




বৃক্ষভোজন
~~~~~~~~~~~~~~~~~~~~~

তোমার নি:শ্বাসের তপ্তবায়ু দূর নীলিমায় হারিয়ে যায়
আবার ফিরে ফিরে আসে তোমার পৃথিবীতে।
চারদিকে শ্যামল ছায়া নেই, আছে কেবল ইটপাথরের বিল্ডিং প্রাসাদ।
তুমি যেখানে বাস করো, সেখানে এমনতর পরিবেশ নেই, আছে পারদ কার্বন মিশ্রিত ভারী বায়ু।
চলো আমার আবহমান বাংলায়
যেখানে এখনও নির্মলবায়ুর অভয়াশ্রম বিদ্যমান।
প্রিয়া তুমি জানো এই আমরাইই এমনতর পরিবেশ সৃষ্টি করেছি!
আমাদের সন্তানদের জন্য এক অনিশ্চিত পৃথিবী রেখে যাচ্ছি!
 রেখে যাচ্ছি এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ ধরা।
তোমার কষ্ট লাঘবের জন্য না হয় আমি তোমাকে নিয়ে গেলাম অক্সিজেনের কাননে,
কিন্তু সেটিও বেশীদিন রাখতে পারবো বলে মনে হয়না
কারণ নগরের চাই বৃক্ষভোজন।
এ বৃক্ষভোজন সহসা তোমার জায়গাও গ্রাস করবে ক্ষণ।
আজকাল তোমার প্রায়শ শ্বাসযোগে কষ্টের লীলাগান প্রত্যক্ষকারী
এভাবে আর কতদিন, তোমার শ্বাসমূলে প্রদাহের অন্তনেই।
চলো প্রতিরোধে প্রতিবাদের গান রচনা করি
গড়ে তুলি সবুজের সমারোহ।

No comments:

Post a Comment